চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসব

শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসবছবি: বন্ধুসভা

জ্যৈষ্ঠ মাসে বাজারে পাওয়া যায় নানা ধরনের দেশি ফল। এসব রঙিন ও মিষ্টি ফলের স্বাদ-ঘ্রাণ সবাইকে মুগ্ধ করে। তবে শহরের অনেক শিশুর কাছে এসব ফল অপরিচিত। শিশুদের দেশি ফলে সঙ্গে পরিচিতি ঘটাতেই চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ফলাহার উৎসব। গত ২০ জুন চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

টেবিলে সাজিয়ে রাখা হয় আম, জাম, কাঁঠাল, লটকন, আনারস, তালসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। একসঙ্গে এত রকম ফল দেখে শিশুদের চোখেমুখে দেখা যায় আনন্দের ঝিলিক। ফিরোজ শাহ কলোনি থেকে আসা ইসরাত জাহান বলে, ‘এতগুলো দেশি ফল একসঙ্গে কখনো দেখিনি, কিছু ফল এই প্রথম দেখলাম।’

শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসব।

ফল পরিবেশনের পাশাপাশি বন্ধুসভার বন্ধু সাজিয়া আফরিন শিশুদের জানান নাম না জানা অনেক ফলের পুষ্টিগুণ।

আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি ইব্রাহিম তানভীর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান। শিশুদের সঙ্গে গল্পে আসর জমান সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও বন্ধু বহ্নিশিখা পর্ণা।

ফলাহারের পর ছিল গল্প, গান ও কবিতা পরিবেশনা। উপস্থিত ছিলেন বন্ধু এ আর আছাদ, মাসুদ রানা, কৌশিক দাশ, ঊষা বিনতে হোসাইন, জান্নাতুল মাওয়া, তুষার কবির, আশরাফুল কাদের ও শান্ত বড়ুয়া। আয়োজনের সমন্বয় করেন সাঈদ আল সোহেল, বহ্নিশিখা পর্ণা, নুরুজ্জামান খান ও ফয়সাল হাওলাদার।

যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা