বন্ধুসভার আয়োজনে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বইমেলা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বইমেলায় হাবিপ্রবি বন্ধুসভার স্টল। ৩ দিনব্যাপী এই মেলায় স্টল ছিল মোট ১৪টিছবি: বন্ধুসভা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অমর একুশে বইমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী এই বইমেলা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান। তিনি বলেন, মনের যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভা বিকশিত হয় বই পড়ার মাধ্যমে। বই পড়াকে উৎসাহ দিতে বইমেলার বিকল্প নেই। এ সময় তিনি হাবিপ্রবি বন্ধুসভাকে বইমেলা আয়োজনের জন্য সাধুবাদ জানান।

বইমেলার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান
ছবি: বন্ধুসভা

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক মো. মাহবুব হোসাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমান, জেনেটিকস ও প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মো. আরিফুজ্জামান, ক্রপ ফিজিওলজি ও ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, অ্যাগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক সোহরাব হোসাইন সবুজ এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রিজুয়ানুল হক।

৩ দিনব্যাপী বইমেলায় স্টল ছিল মোট ১৪টি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কিছু সেচ্ছাসেবী সংগঠন স্টলগুলো বরাদ্দ নেয়। এ ছাড়া প্রথমা প্রকাশনের একটি স্টল ছিল। যেটি বন্ধুসভার বন্ধুরা পরিচালনা করেন। মুক্তিযুদ্ধ, উপন্যাস, কবিতা, কমিকস, সাইন্স ফিকশন, কথাসাহিত্য, আত্ম–উন্নয়নমূলক বিভিন্ন বইসহ দেশ-বিদেশের নানা লেখকের বইয়ে ভরপুর ছিল স্টল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ছাড়াও দিনাজপুর ও আশপাশের অঞ্চল থেকে নানা পেশার মানুষ ভিড় করেন বইমেলায়।

ছিল বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় কবিতা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক লিটন প্রাং বলেন, ‘বইমেলা আমাদের প্রাণের উৎসব। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।’

১ মার্চ কবিতা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয় বইমেলা। বইমেলা সম্পাদক মাহিয়া জান্নাত ও মির্জা রেদওয়ানের মনোমুগ্ধকর উপস্থাপনায় কবিতা ও গান গেয়ে সমাপনী দিন রাঙিয়ে তোলেন বন্ধুরা। উপদেষ্টা সুব্রত কুমার প্রামাণিকের গাওয়া গান ও সোহরাব হোসেন সবুজের কবিতা আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করে। সবশেষে র‍্যাফল ড্র ও বেস্ট বুক সেলার পুরস্কার প্রদানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা