দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতাকে মোকাবিলা করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই, বলছিলেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি ইমরান মাসুদ।
‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ প্রতিপাদ্যে ১২ জুলাই বৃক্ষরোপণ করেছে গাইবান্ধা বন্ধুসভা। এদিন জেলার খোলাহাটী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অর্জুন, হরীতকী, জলপাই, পেয়ারা, চালতা, লটকন, কাঠবাদাম, জারুল, কতবেল, মেহগনি, কৃষ্ণচূড়া, আমলকী, কাঁঠাল, লেবুসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি ২৫০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন বন্ধুরা।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় ও বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খোলাহাটী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, বন্ধুসভার বন্ধুরা স্কুল প্রাঙ্গণ ও স্কুলের রাস্তায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়েছে। পরিবেশ রক্ষায় তাদের এ কাজ প্রশংসনীয়।
গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্যসমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খোলাহাটী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব, মওদুদ আলম, মোজাম্মেল হক, অভিভাবক শাহ আলম চাষী, গাইবান্ধা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক আসিফ আকন্দ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শিউলি আক্তার প্রমুখ।
সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা