চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা

সাংগঠনিক সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বছরের দ্বিতীয় সাংগঠনিক সভা করেছে চবি বন্ধুসভা। ১৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সভায় বিগত সাংগঠনিক কার্যক্রমের ভুল–ত্রুটি ও আসন্ন পিঠা উৎসবে বন্ধুসভার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠিত হওয়া মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার সামগ্রিক পর্যালোচনা করেন সহসভাপতি ফাল্গুনী ভট্টাচার্য। বন্ধুসভার অন্যান্য কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন সাধারণ সম্পাদক আলী আকরাম।

অনুভূতি জানিয়ে এক নতুন বন্ধু বলেন, ‘ক্যাম্পাসের এমন একটি প্রাণবন্ত সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আশা করছি, চবি বন্ধুসভা আমার দক্ষতার উন্নয়নে সাহায্য করার পাশাপাশি একসঙ্গে কাজ করার দক্ষতা, নেতৃত্বগুণ ও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া সভায় পরবর্তী কার্যক্রম পিঠা উৎসবের জন্য বন্ধুদের বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। পিঠা উৎসবে চবি বন্ধুসভার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মনোরঞ্জন রায়, সদস্য সচিব আলী আকরাম ও সৌরভ চন্দ্র রায়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নুসরাত পাইরিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ হাসান, ইখলাস বিন সুলতানসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, চবি বন্ধুসভা