কিশোরগঞ্জে বিশ্ব হেপাটাইটিস দিবসে বিনা মূল্যে বি স্ক্রিনিং পরীক্ষা

বিশ্ব হেপাটাইটিস দিবসে বি স্ক্রিনিং পরীক্ষা
ছবি: বন্ধুসভা

‘হেপাটাইটিস নিয়ে আর অপেক্ষা নয়’ স্লোগানে কিশোরগঞ্জে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুলাই শহরতলির কিশোরগঞ্জ আদর্শ বিদ্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা ও শতাধিক নারী-পুরুষের বিনা মূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং পরীক্ষার আয়োজন করা হয়।

এতে সহযোগিতা করে কিশোরগঞ্জ বন্ধুসভা ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা। তিনি বলেন, ‘আমাদের দেশের আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই জানে না যে তিনি এই ভাইরাস বহন করছেন কি না।’

বিশ্ব হেপাটাইটিস দিবসে বি স্ক্রিনিং পরীক্ষা
ছবি: বন্ধুসভা

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, চিকিৎসক এনায়েতুর রহমান চৌধুরী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ও আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ সাকির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সহসভাপতি হোসাইন আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, সহসাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, বন্ধু আদিবা জারনাজ, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক আয়েশা হাবিবা, ম্যাগাজিন সম্পাদক তুষার ইমরান, দপ্তর সম্পাদক সুদীপ্ত মোস্তফা, বন্ধু ঝুমা আক্তারসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মানুষের মধ্যে ধারণা, এ রোগের কোনো চিকিৎসা নেই। কিন্তু এটা ভুল। বর্তমানে এই রোগের চিকিৎসা অনেক উন্নত হয়েছে। স্বামী-স্ত্রীর মেলামেশার মাধ্যমে ও মায়ের হেপাটাইটিস-বি থাকলে বাচ্চারও হওয়ার আশঙ্কা থাকে। স্বামী বা স্ত্রী কারও যদি হেপাটাইটিস-বি থাকে, সে ক্ষেত্রে যিনি আক্রান্ত নন, তিনি টিকা নিয়ে নিলে কোনো সমস্যা নেই। যদি মায়ের এই ভাইরাস থাকে, তাহলে সন্তান জন্ম দেওয়ার পরপরই টিকা দিলে শিশুটি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। দেশে প্রতি ১০০ জনে ৪ জনের বেশি হেপাটাইটিস-বি ভাইরাসে সংক্রমিত। হেপাটাইটিস-বি আক্রান্ত ব্যক্তিদের ৯০ শতাংশের তেমন কোনো সমস্যা হয় না। ওষুধ সেবনে একসময় ভালো হয়ে যায়।

জানা যায়, হেপাটাইটিস বি ভাইরাস ও ভাইরাসটির ভ্যাকসিনের আবিষ্কারক মার্কিন চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ব্লুমবার্গের জন্মদিনেই দিবসটি পালিত হয়। এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ‘আমরা আর অপেক্ষা করতে পারি না’। দেশে বর্তমানে এক কোটি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত। বছরে অন্তত ২২ হাজার মানুষ মারা যায়। মৃত্যু কমাতে হলে মানুষকে সচেতন করতে হবে। তারা যাতে পরীক্ষা-নিরীক্ষা করে জেনে নেয় তাদের হেপাটাইটিস বি বা সি ভাইরাস ইনফেকশন আছে কি না।