ঈদের আনন্দ ভাগাভাগি করল পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা

বিশ্ববিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির ৫০ জন কর্মচারীর মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভাছবি: মাসফিকুর রহমান

সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এবারও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। এ উপলক্ষে ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির ৫০ জন কর্মচারীর মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন বন্ধুরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বন্ধুসভার এমন উপহারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘চাউল কিনতেই সোগ শ্যাষ, দোয়া করি বাঁচে থাকো।’

বিশ্ববিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির ৫০ জন কর্মচারীর মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা
ছবি: মাসফিকুর রহমান

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. নাজমুল হক, প্রক্টর মো. শাকিল হোসেন, মো. সাইদুর রহমান, মো. সাব্বির হোসেন, মো. খালিদ হাসান ও সুজানা রহমান। এ ছাড়া প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, সহমর্মিতার ঈদ উদ্‌যাপন কমিটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক খাইরুন নাহার খেয়া ও পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ডিন অধ্যাপক খাজা জাকারিয়া আহমদ চিশতী উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রুথ চৌধুরী। সহযোগিতায় ছিলেন সভাপতি ফারহানা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক নিগম সেন ও সহসভাপতি সাদিয়া ইসলাম এবং সমন্বয়ক হিসেবে কাজ করেন সহসভাপতি জুলফিকার আলী। সহযোগিতায় আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুনা আক্তার, সোনিয়া আক্তার, অর্থ সম্পাদক আল আরমান, দপ্তর সম্পাদক সিনথিয়া আক্তার, প্রচার সম্পাদক মাসফিকুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিশাত তাসনিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক দুর্জয়, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরে তাসফিয়া ও বন্ধু শিহাব উদ্দিন।

সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা