‘রঙিন পোশাক পেয়ে খুব খুশি লাগছে’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

‘এবারও বন্ধুসভার ঈদ উপহার পেলাম। রঙিন পোশাক পেয়ে খুব খুশি লাগছে। এখন নতুন পোশাক পরে পত্রিকা বিলি করতে আরও ভালো লাগবে। আমার কথা মনে রাখায় বন্ধুসভাকে অনেক ধন্যবাদ।’ ৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন হেঁটে হেঁটে পত্রিকা বিক্রি করা হকার রবিউল ইসলাম।

প্রথম আলো বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ৭২টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও ১৫ জনকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউনক্লাব) চত্বরে এগুলো বিতরণ করা হয়। বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকার অংশ থেকে এ সহায়তা করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ইসরাত জাহান, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদসহ অন্য বন্ধুরা।

জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা