ঈদের খুশি ছড়াতে চকরিয়া বন্ধুসভার প্রয়াস

চকরিয়া বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদ সব সময় আনন্দের। এই আনন্দ ছোট-বড় সবার। তাই এবার ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি নিয়েছে কক্সবাজারের চকরিয়া বন্ধুসভা।

৮ এপ্রিল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গুচ্ছিগ্রাম মোহাম্মদিয়া হেফজখানা ও এতিমখানার ৪০ শিক্ষার্থীর মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন লুঙ্গি ও জামা বিতরণ করেছেন চকরিয়া বন্ধুসভার বন্ধুরা।

বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক। বক্তব্য দেন উপদেষ্টা শোয়াইবুল ইসলাম, সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক মুমিনুল ইসলাম ও সংগঠক রুবেল হোসাইন।

জাহিদুল ইসলাম বলেন, সহমর্মিতার ঈদ উদ্‌যাপন বন্ধুসভার একটি অনন্য উদ্যোগ। বন্ধুসভার ভালো কাজের অংশ।

উপদেষ্টা শোয়াইবুল ইসলাম বলেন, বন্ধুসভার এমন একটি মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এ সময় তিনি বন্ধুসভার প্রতিটি ভালো কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি, চকরিয়া বন্ধুসভা