জাতির সূর্যসন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিল

জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে ২৫ মার্চ সন্ধ্যায় জাতির সূর্যসন্তানদের স্মরণে টাঙ্গাইল বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিলছবি: বন্ধুসভা

টাঙ্গাইল জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে একাত্তরের বিভিন্ন সময়ে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী দেশপ্রেমিকদের পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা নৃশংসভাবে হত্যা করেছে। গণহত্যার শিকার সেসব দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের স্মরণে ২৫ মার্চ সন্ধ্যায় আলোর মিছিল করেছে টাঙ্গাইল বন্ধুসভা।

আলোর মিছিল শেষে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করেন বন্ধুরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় নতুন প্রজন্মের জন্য ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী এস আকবর খান, আইনজীবী জিনিয়া বখ্শ, মফিদুল ইসলাম সাদী, রকিবুল ইসলাম আসাদ ও মানবাধিকারকর্মী মাহমুদা শেলী। দেশাত্মবোধক গণসংগীত পরিবেশন করেন লিজু বাউলা।

টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি আবু আহমেদ শেরশাহ বলেন, ‘ভয়াল ২৫ মার্চসহ আমাদের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের খুঁজে বের করে সুনির্দিষ্টভাবে নামের তালিকা প্রকাশ ও নামফলক তৈরি করতে হবে। পাশাপাশি তাঁদের স্মৃতি রক্ষার্থে ও সম্মানার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। যেমন নাম ও ইতিহাসসংবলিত বই প্রকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে বিতরণ।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী পিংকু মজুমদার, টাঙ্গাইল বন্ধুসভার সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয় ঘোষ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইসরাত তাসনিম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, বন্ধু হামিদ আল মামুন, তৌফিক কিরণসহ অন্য বন্ধুরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা