‘গাছ মানুষের পরম বন্ধু’

মাদারীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে মাদারীপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে মো. ফরিদুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য বাজায় রাখতে ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের আক্সিজেন দেয় না, একটি গাছ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ মানুষের পরম বন্ধু। তাই আমাদের গাছের যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে।’

শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ
ছবি: বন্ধুসভা

বন্ধুরা জানান, সবুজের বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে প্রতিবছর বর্ষার মৌসুমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বন্ধুসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবার বেসরকারি সংস্থা ব্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় মাদারীপুরে চার শতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে। শুরুতে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দুই শতাধিক চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়। এরপর বন্ধুরা তাঁদের নিজ নিজ বাড়ির প্রাঙ্গণে আরও দুই শতাধিক গাছ রোপণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানা, সহসভাপতি শাহাদাত আকন, দপ্তর সম্পাদক সৈকত হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিজাম আহম্মেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক লিজা আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সোহাগ হাসান, বইমেলা সম্পাদক সোহাগ সরদার ও বন্ধু ফজলুল হক।

সভাপতি, মাদারীপুর বন্ধুসভা