সিলেট বন্ধুসভার পাঠচক্রে ‘পথের পাঁচালী’

পাঠের আসর
ছবি: বন্ধুসভা

‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। নিশ্চিন্দিপুরের এক ছোট্ট ভিটার স্বপ্নময় জীবনের গল্প পথের পাঁচালী। যেখানে নানা জাগতিক জটিলতায় জীবন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও ভালোবাসার কমতি নেই। বাংলার গ্রামে দুই ভাই–বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়ে রচিত হয়েছে কাহিনি।

গতকাল শুক্রবার সিলেট শহরের ধোপাদিঘিরপাড় আইসিটি ল্যাব প্রাঙ্গণে ‘পথের পাঁচালী’ বইটি নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। বই নিয়ে আলোচনা করেন হৈমন্তী দাস ও দৃষ্টি বর্মন।

আরও উপস্থিত ছিলেন শাহ সিকান্দার শাকির, কায়সার আহমেদ, অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, হিমাদ্রি শর্মা, অনিক পাল, দেব দুলাল, মিহরাব আহমদ, গায়ত্রী বর্মণ, ফারিয়া খানম, তমা সূত্রধর, ফারহান হক, রেজাউল হক, আশরাফুল ইসলাম, মুহাইমীন চৌধুরী, তাশফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম, মাহমুদ চৌধুরী, ফয়সাল আহমেদ, ফুয়াদ আহমেদ ও সাদাত কবির।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা