যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করল কেশবপুর বন্ধুসভা
যশোরের কেশবপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠের শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন প্রথম আলো কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর বন্ধুসভার সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও বর্তমান সভাপতি হোসাইন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বন্ধু প্রীতম ফুয়াদ, মেহেদী হাসান ও সোহান হোসেন।