বুদ্ধিজীবীদের স্মরণে সিলেটে মোমবাতি প্রজ্বালন

সিলেট নগরীর চৌহাট্টার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বন্ধুসভার বন্ধুদের মোমবাতি প্রজ্বালন
ছবি: বন্ধুসভা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌহাট্টার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করেন সিলেট বন্ধুসভার বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক সমীর বৈষ্ণব বলেন, একাত্তরে ত্রিশ লাখ লোক শহীদ হন। এঁদের মধ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তাঁরা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, শাহ শিকান্দার শাকির, দেব দুলাল রায়, মিহরাব চৌধুরী, ফয়সাল আহমেদ, জয় তালুকদার, সুবর্ণা দেব, কাজী আবির, আদিব আইয়ুব, রিদুয়ান ইসলাম, অমিত ঘোষসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা