‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই প্রথম আলোকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: গোপাল দাশ

‘সত্যে তথ্যে ২৫’ স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কক্ষে সুধী সমাবেশের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. বদরুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, ‘সত্য প্রকাশে আপসহীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই প্রথম আলোকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। শিক্ষার্থীদের মধ্যেও এমন সত্যনিষ্ঠতা জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, ‘শুধু সংবাদই নয়, বিসিএসসহ নানা চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও প্রথম আলো সমানভাবে গুরুত্বপূর্ণ।’ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন বন্ধুসভার মতো একটা সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তরুণদের সঙ্গে নিয়ে বন্ধুসভার যে সামাজিক ও মানবিক কার্যক্রম, তা প্রথম আলোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিষ্ঠার সঙ্গে সত্য সংবাদ উপস্থাপনের কারণেই প্রথম আলো দেড় কোটি পাঠকের মাইলফলক স্পর্শ করেছে। আশা করি, এ ধারাবাহিকতা বজায় থাকবে। সত্য তথ্য প্রকাশে প্রথম আলো এগিয়ে যাবে আগামীর পথে।’ এর আগে স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা জান্নাত।

যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা