বই মানুষের পরম বন্ধু। মানুষের চিন্তাভাবনাকে উন্নত ও জ্ঞানের সীমাকে বিস্তৃত করতে বইয়ের বিকল্প নেই। বইয়ের সঙ্গে তাই বইপ্রেমীদের আত্মার সম্পর্ক। তাদের এই আগ্রহ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ও নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে দিনাজপুরে চলছে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা।
দিনাজপুর বন্ধুসভার সহযোগিতায় ২২ অক্টোবর বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলার আর্ট গ্যালারিতে এই মেলার উদ্বোধন হয়। মেলা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এই মেলা উদ্বোধন করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক। তিনি বলেন, ‘স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই। বই অতীত ও ভবিষ্যতের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করে। প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী এই বইমেলার সাফল্য কামনা করি।’
স্বাগত বক্তব্যে প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘২০১৭ সালে প্রথমা প্রকাশন দিনাজপুরে বইমেলা শুরু করেছে। এ আয়োজন করার প্রধান কারণ হলো, পাঠকের বইপড়ার প্রচণ্ড আগ্রহ। এখানে পাঠকদের রয়েছে বইয়ের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টানেই আমরা বারবার পাঠকের মধ্যে ফিরে আসি। এবার ৯ শতাধিক বিভিন্ন দেশি-বিদেশি লেখকের বইসহ গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও ইতিহাসবিষয়ক বই মেলায় আনা হয়েছে। পাঠকেরা এসব বই ২৫ থেকে ৭০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন। মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।’
দিনাজপুর বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক শবনম মুস্তারিনের সঞ্চালনায় উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু, কালচারাল অফিসার মীন আরা পারভীন, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, বন্ধুসভার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতা তারিকুজ্জামান, সাংবাদিক একরাম তালুকদার, মোফাচ্ছিরুল রাশেদ, আবদুস সাত্তার, বন্ধুসভার সভাপতি শুভ রায়, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র, সাবেক সভাপতি মুনিরা শাহানাজ চৌধুরীসহ বন্ধুসভার বন্ধুরা।
বইমেলাবিষয়ক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা