‘ছোটদের রাজনীতি ও অর্থনীতি’ বই নিয়ে পাঠচক্র

‘ছোটদের রাজনীতি ও অর্থনীতি’ বই নিয়ে পাঠচক্র
ছবি: বন্ধুসভা

অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক নীহারকুমার সরকারের লেখা ‘ছোটদের রাজনীতি ও অর্থনীতি’ বইটিতে পুঁজিবাদব্যবস্থার আবির্ভাব, বিকাশ ও বর্তমানের পুঁজিবাদব্যবস্থা নিয়ে আলোকপাত করা হয়েছে। এ ছাড়াও নয়া সাম্রাজ্যবাদ এবং সব ক্ষেত্রে এর প্রভাব ও সমাজতন্ত্র সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যায়।

২৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ছোটদের রাজনীতি ও অর্থনীতি’ বইটি নিয়ে পাঠচক্র করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ইউনিভার্সিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের আসরে শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ বইয়ের পর্যালোচনা উপস্থাপন করেন। পর্যায়ক্রমে অন্য বন্ধুরাও বইটি নিয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় উঠে আসে, তৃতীয় বিশ্বের দেশগুলো রাজনৈতিক স্বাধীনতা লাভ করলেও এখনো অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। এ ক্ষেত্রে তারা বিভিন্ন বড় বড় শক্তি, সংস্থা এবং সংগঠনের ওপর নির্ভরশীল।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, সহসভাপতি মাহফুজুল কাদির, শাফিনুর ইসলাম, দপ্তর সম্পাদক সাদিয়া খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সোহানুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা