স্বাস্থ্যনিরাপত্তা বিষয়ে বিশেষ সম্মাননা পেল ময়মনসিংহ বন্ধুসভা

সম্মাননা গ্রহণ করছেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান
ছবি: বন্ধুসভা

পেশাগত স্বাস্থ্যনিরাপত্তা বিষয়ে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় বিশেষ পুরস্কার পেয়েছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৯ মে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ পুরস্কার দেওয়া হয়।

ভবিষ্যতে তরুণ প্রজন্মকে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয়ে সচেতন বাড়াতে ‘অকেশনাল সেফটি অ্যান্ড হেলথ’ শিরোনামে এ কর্মশালা ময়মনসিংহ নগরের সরকারি আনন্দ মোহন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মাননা স্মারক
ছবি: বন্ধুসভা

কর্মশালায় ১০টি সংগঠনকে পুরস্কৃত করা হয়। ভিএসও-বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের কাছ থেকে ময়মনসিংহ বন্ধুসভার হয়ে সম্মাননা গ্রহণ করেন সাধারণ সম্পাদক খালিদ হাসান। তিনি বলেন, ‘ময়মনসিংহ বন্ধুসভা স্বেচ্ছাসেবামূলক কাজের পাশাপাশি সংস্কৃতিচর্চা, সাহিত্যচর্চা, মননশীল, সৃজনশীল ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। বন্ধুরা মাদকবিরোধী সচেতনতা সভা, বাল্যবিবাহ, তরুণ প্রজন্মের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে সব সময় তৎপর। ভিএসও কাজ করে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা মনেপ্রাণে চাই ভিএসওর স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো সক্রিয় থাকুক। এতে মানুষেরই উপকার হবে। সব সংগঠনের সহযোগিতামূলক অংশগ্রহণই পারে ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে।’

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সহসভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হামিদুল হকসহ অন্য বন্ধুরা। বেলা ১১টা শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালার সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমানউল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক রোকন উদ্দিন ভূঞা, কলকারখানা পরিদর্শক ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিচালক আরিফুজ্জামান, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।