শিল্পাচার্য জয়নুল আবেদিনের আত্মজীবনী নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শিল্পাচার্য জয়নুল আবেদিনের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ১৫ ডিসেম্বর ‍বিকেলে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনচরিত নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন আবির হোসেন, মুনিয়া আক্তার ও ইমন হোসেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি করে বই।

পুরস্কার হাতে সেরা তিন পাঠক বন্ধু
ছবি: বন্ধুসভা

যুগ্ম সাধারণ সম্পাদক বিথী শর্মা বণিকের সঞ্চালনায় সভাপতি মশিউর রহমান তাঁর বক্তব্যে নভেম্বর মাসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। পাশাপাশি ডিসেম্বর মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, সৈয়দ জালিস মাহামুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রোহান বিন নাসির, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাসিন আহম্মেদ, শাকিল হাওলাদার, উজ্জ্বল রহমান, খান জাহান রিমন, মিজানুর রহমান, মুহিত খান, মেহেজাবিন ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা