শহীদ দিবসে মানবিক কর্মসূচি

ভাষাশহীদদের প্রতি বন্ধুদের শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর চিকিৎসা সহায়তা প্রদান করেছে মাগুরা বন্ধুসভা।

২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাসৈনিক ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা। পরে সরকারি কলেজ চত্বরে স্টল দিয়ে শীতকালীন পিঠা, ফুচকা ও চটপটি বিক্রির আয়োজন করা হয়। বিক্রির অর্জিত অর্থ দিয়ে ওই নারীকে সহায়তা প্রদান করা হয়।

মাগুরা জেলা প্রশাসক আবু নাসের পরিবারসহ মাগুরা বন্ধুসভার স্টলে উপস্থিত হয়ে ঘুরে দেখেন এবং বন্ধুদের উৎসাহ প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হাকিম বিশ্বাস, মাগুরা বন্ধুসভার সভাপতি খান শফিউল্লাহ, উপদেষ্টা আবু সাঈদ মোল্লা, বাবুল কুরী, শাহরিয়ার শুভ্র, প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিকসহ বন্ধুসভার বন্ধুরা।

সাধারণ সম্পাদক, মাগুরা বন্ধুসভা