জাতীয় পরিচালনা পর্ষদের দশম কার্যনির্বাহী সভা
পাঠচক্র, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক কার্যক্রমে জোর
প্রতিবছর বর্ষা মৌসুমে সারা দেশে বৃক্ষ রোপণ করে প্রথম আলো বন্ধুসভা। স্থানীয় বন্ধুসভাগুলোর বন্ধুরা শুভাকাঙ্ক্ষীদের থেকে প্রাপ্ত অনুদান এবং নিজেদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করেন। এ বছর বর্ষা মৌসুম আসতে এখনো দেড় মাসের মতো বাকি। এর আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় বন্ধুসভা জাতীয় পর্ষদ। এ নিয়ে জাতীয় পরিচালনা পর্ষদের দশম কার্যনির্বাহী সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে, সহমর্মিতার ঈদ কার্যক্রমের সফলতা মূল্যায়ন, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার পাশাপাশি কীভাবে সাংস্কৃতিক চর্চা আরও বাড়ানো যায়, প্রতিটি বন্ধুসভা যাতে নিয়মিত পাঠচক্রের আয়োজন করে, যে বন্ধুসভাগুলো কম সক্রিয় সেগুলোর সক্রিয়তা বাড়ানো, স্থানীয় বন্ধুসভাগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, লেখক বন্ধু উৎসব আয়োজনসহ বিভিন্ন বিষয়। বছর শেষে জাতীয় বন্ধু সম্মেলন আয়োজনের ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে।
জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা মনোচিকিৎসক মোহিত কামাল। এরপর প্রশিক্ষণ সম্পাদক শামসুদ্দোহা সাফায়েতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ এবং যেসব বন্ধু বা যাদের পরিবারের সদস্য অসুস্থ, সবার সুস্থতা কামনা করা হয়।
সভায় অনলাইনের মাধ্যমেও কয়েকজন বন্ধু যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক একে একে কার্যবিবরণী পেশ করলে সেগুলোর ওপর গঠনমূলক প্রস্তাব ও আলোচনার আহ্বান জানান সভাপতি জাফর সাদিক। আহ্বানে সাড়া দিয়ে পর্ষদের সদস্যরা নিজেদের প্রস্তাব ও মতামত ব্যক্ত করেন।
গত বছর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নির্বাহী সভাপতি মৌসুমী মৌ। সেই অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে শেয়ার করেন। এ বছর মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। আরও বড় পরিসরে কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সারা দেশে বন্ধুদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং প্রতিটি বন্ধুসভায় নিয়মিত পাঠচক্র আয়োজনের ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সভা শেষে বন্ধুসভার সংশোধিত গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মাহবুব পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, অর্থ সম্পাদক নূর-ই আলম, বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক খাইরুন্নাহার খেয়া, বিতর্ক ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান, সাংস্কৃতিক সম্পাদক পৌলমি অদিতি, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জাহিদ ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য নাফিউর নূর, আলাদিন আসাদ, হৃদয় সৈকত, আসিফ খান ও সৌমেন্দ্র গোস্বামী।