জীবনের দর্শন ভালো কাজে, পরোপকারে জীবনের সার্থকতা

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বাংলা সাহ্যিত্যের খ্যাতিমান সাহিত্যিক মোতাহের হোসেন রচিত ‘সংস্কৃতি কথা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২৫ এপ্রিল বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে উপস্থিত বন্ধুরা ‘সংস্কৃতি কথা’ বইয়ের বিশেষ বিশেষ অংশ পাঠ ও আলোচনা করেন। বন্ধু জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রকৃতির মতো জীবনও সুন্দর। তার জন্য চাই সুন্দর মানসিকতা ও সুন্দর দৃষ্টিভঙ্গি। সত্যকে সত্য বলা, সুন্দরকে সুন্দর বলা, অন্যায়কে ঘৃণা করা—সবার চর্চা করা উচিত। জীবনের দর্শন ভালো কাজে, পরোপকারে জীবনের সার্থকতা। সংস্কৃতিচর্চা দেশপ্রেমের অংশ। সংস্কৃতি দেশের ঐতিহ্য বাঁচিয়ে রাখে। পাশ্চাত্যের অপসংস্কৃতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দেশি সৃজনশীল ও সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। তাই বলি, সৌন্দর্যকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, কোনো কিছু না পাওয়ার আশায় ভালোবাসা—এরই নাম সংস্কৃতি।’

সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, বন্ধু নাজমুল হোসাইন, আইনজীবী মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা