‘মাসি-পিসি’ গল্পে সমাজচিত্র ও নারীসংগ্রামের বাস্তবতা

ভৈরব বন্ধুসভার ১৯১তম পাঠচক্রছবি: বন্ধুসভা

ভৈরব বন্ধুসভার নিয়মিত সাহিত্য ও পাঠচর্চার ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ১৯১তম পাঠচক্র অনুষ্ঠিত হয় গত ২৯ জানুয়ারি। প্রথম আলো ভৈরব অফিসে বিকেল ৫টায় এই দলগত পাঠের আসর বসে। বিষয় ছিল বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘মাসি-পিসি’। সাহিত্যপ্রেমী পাঠকদের অংশগ্রহণে আয়োজিত সভাটি ছিল গভীর সাহিত্যিক ভাবনা ও আলোচনা বিনিময়ের এক উজ্জ্বল মঞ্চ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান।

‘মাসি-পিসি’ গল্পের মধ্য দিয়ে লেখক যে তীক্ষ্ণ সামাজিক বাস্তবতা ও নারীজীবনের কঠিন লড়াই তুলে ধরেছেন, তা আলোচকদের ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। আলোচনায় উঠে আসে, গল্পের কেন্দ্রীয় চরিত্র আহ্লাদি, তার বিধবা মাসি ও পিসির সংগ্রামী জীবন, সমাজের নিষ্ঠুর রূপ এবং নারীর প্রতি সহিংসতার করুণ চিত্র। আলোচকেরা বলেন, অত্যাচারী স্বামী, লালসায় উন্মত্ত জোতদার ও ক্ষমতালোভীদের বিরুদ্ধে দুই অসহায় বিধবা নারী যে প্রতিরোধ গড়ে তোলে, তা সাহসিকতার অনন্য উদাহরণ। এ ছাড়া দুর্ভিক্ষের মর্মস্পর্শী চিত্র, নারীদের জীবনযুদ্ধ এবং জীবিকার তাগিদে তাদের কঠোর পরিশ্রম—যেমন নৌকা চালানো ও সবজি বিক্রি; গল্পটিকে আরও বাস্তবধর্মী ও গভীর করে তুলেছে।

ভৈরব বন্ধুসভার ১৯১তম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

বইটি নিয়ে আলোচনা করেন সহসভাপতি আফিসা শ্রাবণী, দপ্তর সম্পাদক নূরাইন রামিম, বন্ধু অন্বেষা রায় ও মেহেদী রাব্বী। আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর বৈশিষ্ট্য, সমাজচিত্র, চরিত্রায়ণ এবং তাঁর রচনার অন্তর্নিহিত ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি উঠে আসে। কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা বলেন, ‘“মাসি-পিসি” গল্পের শিক্ষা শুধু সাহিত্যিক নয়; বরং তা সমাজ পরিবর্তনের প্রেরণাও দিতে পারে।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, ‘ভৈরব বন্ধুসভার এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাস ও গুণগত দিকগুলোর সঙ্গে সবাইকে আরও গভীরভাবে পরিচিত হতে সহায়তা করবে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, অর্থ সম্পাদক আনাস খান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মহিমা মেধা, বইমেলা সম্পাদক জিহাদ রহমান, প্রচার সম্পাদক হান্নান হিমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাজহারুল ইফতি, বন্ধু ছিদরাতুল রশিদসহ অন্য বন্ধুরা। সভাপতি জান্নাতুল মিশুর বক্তব্যে পাঠচক্রের সমাপ্তি ঘটে।

যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা