‘বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু’

কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা উপহারছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করে কুমিল্লা বন্ধুসভা। ২ সেপ্টেম্বর ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি করা হয়।

এদিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আমগাছের দুই শতাধিক চারা বিতরণ করেন বন্ধুরা।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহম্মেদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। এটি পরিবেশ ও মানবজীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। এ ছাড়া বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। উদ্ভিদের অভাবে বৃষ্টিপাতেরও তারতম্য দেখা দেয়। বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।’

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে বন্ধুসভার উদ্যোগে গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু সোলায়মান। রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম মিয়াজীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল।

বিদ্যালয়ের শিক্ষার্থী নিপু আক্তার আম্রপলিগাছ পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলে, ‘আমগাছ থেকে আমরা অক্সিজেন, ফল ও বীজ পাব।’

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ফোজিয়া আলম, প্রশান্ত ভৌমিক, সাফায়েত হোসেন ও মারুফ চৌধুরী। অনুষ্ঠান শেষে কয়েকটি আম্রপালিগাছ রোপণ করা হয়।

সহসভাপতি, কুমিল্লা বন্ধুসভা