ঈদ আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সামাজিক দায়বদ্ধতা। এই বিশ্বাস থেকে প্রতিবছর ভৈরব বন্ধুসভা আয়োজন করে ‘সহমর্মিতার ঈদ’। শিশুদের জন্য নতুন পোশাক, অসচ্ছল মানুষের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নেওয়াই এর মূল উদ্দেশ্য।
সেই সঙ্গে বন্ধুসভার নতুন-পুরোনো বন্ধুদের বন্ধন আরও দৃঢ় করতে আয়োজন করা হয় ইফতার মাহফিল। পবিত্র রমজানের শেষ দশকে এই দুটি আয়োজন ভৈরব বন্ধুসভার দীর্ঘদিনের ঐতিহ্য।
এই বছরও আয়োজন দুটি সফল করতে ২১ মার্চ বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপদেষ্টা সুমাইয়া হামিদ, সভাপতি জান্নাতুল মিশু, সাধারণ সম্পাদক এরফান হোসেন, সহসভাপতি তোফাজ্জল হোসেন, বন্ধু ছিদরাতুল রশিদসহ অন্য বন্ধুরা।
বৈঠকে ইফতার মাহফিলের ভেন্যু, বাজেট ও মেনু নিয়ে আলোচনা হয়। সহমর্মিতার ঈদ কর্মসূচি সফল করতে তহবিল গঠনসহ সার্বিক পরিকল্পনা করা হয়। সিনিয়র বন্ধুরা পূর্ববর্তী আয়োজনের অভিজ্ঞতা শেয়ার করলে নবীন বন্ধুরা আরও অনুপ্রাণিত হন।
উপদেষ্টা সুমাইয়া হামিদ নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে আয়োজন দুটি অবশ্যই সফল হবে। নতুনদের আগ্রহ ও সিনিয়রদের অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে বন্ধুসভা আরও এগিয়ে যাবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা