নারী নির্যাতন প্রতিরোধে সাইকেল মার্চ

সাইকেল মার্চ নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রাস্তার দুই পাশে গ্রামবাংলার সোনালি ফসলের অপরূপ দৃশ্য উপভোগ করে সাইকেলের প্যাডেল চালিয়ে দুর্বার গতিতে সারিবদ্ধভাবে ছুটছেন একদল সাইক্লিস্ট। তাঁদের গন্তব্য সুবর্ণচর উপজেলা। তাঁরা নোয়াখালী বন্ধুসভার বন্ধু। সবার গায়ে লাল রঙের টি-শার্ট, সাইকেলে ঝুলানো ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’সহ নানা রকম স্লোগানের ফেস্টুন।

২৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাইকেল নিয়ে উপস্থিত হন একদল বন্ধু। ‘তরুণ প্রজন্মের একতায় গড়ব সমাজ সমতায়’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) ও নোয়াখালী বন্ধুসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সাইকেল মার্চ ‘সমতায় যাত্রা’। উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।

সাইকেল মার্চটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য দেন নারী অধিকার জোটের সদস্য আবদুল আউয়াল, নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি সুমন নূর প্রমুখ। আবদুল আউয়াল জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের শেষ দুটি লাইন মনে করিয়ে বলেন, আগামী বছর নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আরও বড় পরিসরে সাইকেল মার্চ করা হবে। সাইকেল মার্চে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা ছাড়াও শিক্ষার্থী, সমাজকর্মী, যুব সংগঠনের প্রতিনিধি, সদস্যসহ দেড় শতাধিক তরুণ–তরুণী অংশগ্রহণ করেন।

পরে সাইকেল মার্চ নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুবর্ণচর উপজেলা কার্যালয়ে পৌঁছান বন্ধুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার হাতে স্যুভেনির তুলে দিলে তিনি নারীর প্রতি সব ধরনের সহিংসতা নিরসনে একযোগে কাজ করার আশ্বাস দেন। বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তরুণদের এ ধরনের সাইকেল মার্চ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে।

নোয়াখালী বন্ধুসভার বন্ধু রুমাইয়া সুলতানা বলেন, ‘আমরা যে উদ্দেশ্যে সাইকেল মার্চটি করেছি, আশা করি, সেটা মানুষের মধ্যে সাড়া ফেলবে।’ ইমতিয়াজ হোসেন বলেন, ‘এ যাত্রার একজন হতে পেরে আমি গর্বিত।’ বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুর রহিম, জান্নাতুল ইয়াসমিন, মেহেরাজ ফয়সাল, জামিল আহমেদ, রাইসা তাজরিন, শাহরিয়ার সৈকত, আলতাফ পুলক, পার্বণ ভৌমিক, ওয়াহিদু্জ্জামান হাসিনসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা