চকরিয়া বন্ধুসভার বন্ধুবরণ ও ইফতার

চকরিয়া বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে বন্ধুবরণ ও ইফতার মাহফিল করেছে চকরিয়া বন্ধুসভা। যেখানে বন্ধুসভার নবীন ও প্রবীণ বন্ধুরা অংশ নেন। ২৬ মার্চ চকরিয়া সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলো চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন উপদেষ্টা আজিজুল হক। বন্ধুদের বন্ধন অটুট রাখার বিষয়ে বক্তব্য দেন উপদেষ্টা নারায়ণ দাশ। পবিত্র রমজানের সহমর্মিতা ও মানবিক গুণাবলির গুরুত্ব নিয়ে আলোচনা করেন সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সভাপতি শোয়াইবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জাহেদুল আলম, তাছিন রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রানা, দপ্তর সম্পাদক আবু তৈয়ব, অর্থ সম্পাদক আরিফুর রহমান, ম্যাগাজিন সম্পাদক জাসেদুল ইসলাম, প্রচার সম্পাদক শাহারাজ মুহাম্মদ খাইরুল আমিন, বইমেলা সম্পাদক রাফিয়া সোলতানা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু তালেব, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আবু সালেহীন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আরফাতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসাইনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা