সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবার পেল ঈদের উপহার

ঈদ উপহার পেয়ে শিশুদের চোখেমুখে উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এবং তাদের পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা নিজেদের অর্থায়নে অর্ধশত পরিবারের শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ এবং খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন।

১২ এপ্রিল বিকেলে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এন হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে ঈদের এসব উপহার বিতরণ করেন বন্ধুরা।

অর্ধশত পরিবারের শিশুরা পেয়েছে নতুন জামা এবং প্রতিটি পরিবার পেয়েছে এক হাজার টাকা সমমূল্যের ঈদের খাদ্যসামগ্রী। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস ইত্যাদি।

পরে রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক মীর নাসিফ হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ বেলাল, সভাপতি সালসাবিল করিম চৌধুরী, সহসভাপতি জিয়াউর রহমান, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নেজাম রানা, শিক্ষক সৈয়দ আবদুল্লাহ রশিদী, আরফাত ইসলাম, ইলিয়াস আল হাসান, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষক আবদুল গণি, কবি এম সায়মন, বন্ধুসভার প্রচার সম্পাদক রায়হান ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকলিমা আকতার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তসলিমা আকতার, বইমেলা সম্পাদক রাসেল মিরাজ, বন্ধু আনিসুল মোস্তাফা, রবিউল রাকিব, নুরুল আলম, রাশেদ উদ্দিন প্রমুখ।

শেষে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের একটি রেস্তোরাঁয় অর্ধশত বন্ধু ও উপদেষ্টাদের সম্মানে ইফতার আয়োজন করা হয়।