নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে ‘বন্ধুসভার গঠনতন্ত্র’

নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ১৮ জুলাই বিকেলে প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সভাপতি নয়ন আহমেদ। এ সময় বন্ধুরা গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে সভাপতি সেগুলোর উত্তর দেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জেসমিন আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান, বন্ধু এস এ বিপ্লব, আল ইমরান প্রমুখ।

সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা