নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে ‘বন্ধুসভার গঠনতন্ত্র’
প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ১৮ জুলাই বিকেলে প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সভাপতি নয়ন আহমেদ। এ সময় বন্ধুরা গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে সভাপতি সেগুলোর উত্তর দেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জেসমিন আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান, বন্ধু এস এ বিপ্লব, আল ইমরান প্রমুখ।
সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা