‘গাছটি আমাদের বাসার সামনে লাগাব’

বন্ধুদের দেওয়া গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

‘জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বজুড়ে প্রচণ্ড দাবদাহ হচ্ছে। দেশে গরমের মাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। খালি জায়গা, বাড়ির আশপাশ ও বাড়ির ছাদে বাগান করা উচিত। এটি একদিকে প্রকৃতিকে সুন্দর করে তুলবে, অন্যদিকে অক্সিজেন সরবরাহ করে। এতে গরমের তীব্রতাও কমে আসবে।’ বলছিলেন ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম। কেরানীগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ১৬ জুলাই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। এদিন বিকেলে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বজ্রপাতরোধক বৌদ্ধ নারকেলগাছ, অর্জুন ও হরীতকীগাছের চারা রোপণ করেন বন্ধুরা। এ ছাড়া বেল, মেহগনি, তেঁতুল, জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি ১৫০টি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুম্পা সাহা বলেন, ‘আজ যেসব গাছের চারা রোপণ করা হলো, সেগুলো বড় হয়ে ছায়া ও ফল দেবে। সেদিন হয়তো আমরা থাকব না, কিন্তু এই গাছগুলো ঠিকই থাকবে।’ তিনি আরও বলেন, পরিবেশের বন্ধু হচ্ছে গাছ। পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। এমন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় প্রথম আলো বন্ধুসভাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা আক্তার বলে, ‘আমি একটি বেলগাছ পেয়েছি। গাছটি আমাদের বাসার সামনে লাগাব। এই গাছ পেয়ে আমি অনেক খুশি।’ অপর শিক্ষার্থী ফারহান আহমেদ বলে, ‘আমি মেহগনিগাছ পেয়েছি। এই গাছ সম্পর্কে বইয়ে পড়েছি। গাছটি পেয়ে অনেক ভালো লাগছে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি এইচ এম রুবেল, আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহ আহম্মদ, জেরিন তাসলিমা চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মামুন হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিউল্লাহ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মাহিমন কবির প্রমুখ।