প্রযুক্তিনির্ভর সময়ের সম্ভাবনার নাম ডিজিটাল মার্কেটিং

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনলাইন ওয়েবিনার।

আধুনিক সময়ের চাকরি ও ক্যারিয়ারের চেহারা পাল্টে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং। বিশ্বজুড়ে এই বিষয়ে প্রতিনিয়ত হচ্ছে বড় বড় আয়োজন। তবে আমাদের দেশের তরুণ সমাজের অনেকেই এখনো বিভ্রান্তির পথে হাঁটছে। ভুল তথ্য, অতিরঞ্জিত প্রতিশ্রুতি ও মিথ্যা প্রলোভনের ছড়াছড়ি দেখা যায় অনলাইন জগতে।

এই বাস্তবতা থেকে তরুণ সমাজকে সচেতন ও ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা তুলে ধরতে অনলাইন ওয়েবিনার করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২০ এপ্রিল এটি অনুষ্ঠিত হয়। লাইভ সম্প্রচারিত হয় চট্টগ্রাম বন্ধুসভার ফেসবুক পেজ থেকে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল মার্কেটার চৌধুরী মোহাম্মদ আসাদ আল জুবেরি। তিনি কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিজিটাল এজেন্সিতে কাজ করছেন এবং আপওয়ার্কের একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত।

সেশনে বক্তা তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মার্কেটিংয়ের বাস্তব চিত্র, ক্যারিয়ার গড়ার কৌশল এবং ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরেন। পুরো আয়োজন ছিল নানা অভিজ্ঞতা ও প্রশ্নোত্তরে ভরপুর।

একজন দর্শক প্রশ্ন করেন, ‘ডিজিটাল মার্কেটিং বলতে কি আসলে ফেসবুকে বিজ্ঞাপন চালানো, পোস্ট করা—এসবই?’
জবাবে চৌধুরী মোহাম্মদ আসাদ আল জুবেরি বলেন, ‘ডিজিটাল মার্কেটিং একটি সাগর। এই সাগরের একাংশ এটি। তবে ডিজিটাল মার্কেটিং মূলত বৃহৎ একটি সেক্টর, যা শুধু ফেসবুকে পোস্ট কিংবা বিজ্ঞাপন চালানোতে সীমাবদ্ধ নয়।’

আরেক দর্শক জানতে চান, বর্তমানে ডিজিটাল মার্কেটিং কি এআইয়ের কারণে হুমকির মুখে পড়বে?
জবাবে চৌধুরী মোহাম্মদ আসাদ আল জুবেরি বলেন, ‘না; বরং এমন মার্কেটারের প্রয়োজন পড়বে, যারা নতুনত্বকে জানবে, কৌশলে পারদর্শী হবে, ব্র্যান্ডিং বুঝবে এবং মানুষের অনুভূতির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।’

চৌধুরী মোহাম্মদ আসাদ আল জুবেরি আরও বলেন, ডিজিটাল মার্কেটিং প্রতিদিন বদলে যাওয়া একটি ক্ষেত্র। এখানে নিয়মিত শেখা, নিজের চিন্তাকে শাণিত করে পরিকল্পিত উপায়ে সামনে আগালেই ভবিষ্যতে এটি কাজে দেবে।

পুরো আয়োজনটি তরুণদের ডিজিটাল বিভ্রান্তির জগৎ থেকে টেনে বের করে বাস্তবতায় ফেরানোর একটি সচেতন প্রয়াস হিসেবে ধরা দেয়। সঠিক জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা এবং ধারাবাহিক প্রস্তুতিই পারে একজন তরুণকে ডিজিটাল দক্ষতার জগতে আত্মবিশ্বাসী করে তুলতে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ সম্পাদক ঊষা বিনতে হোসাইন এবং সহযোগিতায় ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইনজামাম ইসলাম।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা