সুপার জিনিয়াস এক শিশুকে নিয়ে সায়েন্স ফিকশন ‘এলিনা’

ভৈরব বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: আনাস খান

আগামীর পৃথিবীতে বুদ্ধিমত্তা যত বেশি উন্নত হয়ে উঠবে, মানুষকেও তত বেশি হতে হবে বুদ্ধিমান। প্রকৃতিতে গোপনভাবে শুরু হয়েছে মানব মস্তিষ্কের বিবর্তন। যখন বড় মাথার বেশ কয়েকটি মানবশিশু জন্ম নিল কয়েকটি জায়গায়, তখন বিষয়টি নজরে আসে বিজ্ঞানীদের। বলছিলেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জান্নাতুল মিশু।

গত ৩১ আগস্ট বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে মুদ্রিত বই পড়ার দলগত আসর পাঠচক্রে বসেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। এবারের বিষয় ছিল তানজিনা হোসেনের সায়েন্স ফিকশন বই ‘এলিনা’।

১৬১তম পাঠের আসরের শুরুতে বন্ধু জিহাদ খান লেখক তানজিনা হোসেন সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, তানজিনা হোসেনের বিজ্ঞান কল্পকাহিনি লেখার ঝোঁক দীর্ঘদিন থেকেই। এ পর্যন্ত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর তিনটি বই প্রকাশিত হয়েছে তাঁর। পাশাপাশি গল্পও লেখেন। ২০০৬ সালে বেরিয়েছে গল্পগ্রন্থ ‘অগ্নিপায়ী’। কল্পবিজ্ঞান রচনায় বৈজ্ঞানিক যুক্তিতর্ক আর তত্ত্বপ্রমাণ ব্যাখ্যার চেষ্টায় তাঁর নিষ্ঠতা চোখে পড়ে।

বন্ধু সৌরভ শাকির প্রতিটি চরিত্র বিশ্লেষণ করেন। তিনি বলেন, এলিনা নামের সুপার জিনিয়াস শিশুকে নিয়েই গল্পের পটভূমি এগিয়ে যায়। সবার অগোচরে এলিনাকে রেখে পালিয়ে বেড়াতে থাকল মা রিয়া। উদ্দেশ্য এলিনাকে সে বড় করবে সাধারণ শিশুর মতো। কিন্তু বেলা সায়েন্স ইনস্টিটিউটের গবেষক সাব্বিরের চোখে পড়ে তারা। এলিনার কাহিনি মূলত গড়ে উঠেছে নিউরোসায়েন্স ও জেনেটিকসকে ঘিরে। মানব মস্তিষ্কের বিবর্তন ঘটিয়ে কীভাবে বেশি বুদ্ধিমান মস্তিষ্ক তৈরি করা যায়, এটাই ছিল গল্পের মূল পটভূমি।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: আনাস খান

সাধারণ সম্পাদক রিফাত হোসেন আলোচনায় বলেন, ‘এলিনাকে নিয়ে গবেষণা শুরু হয় প্রখ্যাত বিজ্ঞানী ড. হুদার বাড়িতে। এলিনার বুদ্ধিমত্তা দেখে চমকে যান ড. হুদা। যতই দিন যাচ্ছে, তিনি এলিনার নতুন নতুন প্রতিভা আবিষ্কার করছেন। ছোট থেকেই সায়েন্স ফিকশনের প্রতি ছিল আমার প্রবল আগ্রহ, এ বইটি একবারেই শেষ করে ফেলেছি।’

সভাপতি নাহিদ হোসাইন বলেন, ‘আমার কাছে সায়েন্স ফিকশন মানেই জাফর ইকবালের বই। কিন্তু এই বইয়ের মূল বিষয়টি ভবিষ্যতের ইঙ্গিত দেয়। হয়তো একদিন আমাদের পৃথিবীতে গবেষণা হবে মানব মস্তিষ্ক নিয়ে।’ পাঠের আলোচনায় আরও যুক্ত হন উপদেষ্টা সুমন মোল্লা ও প্রচার সম্পাদক মহিমা মেধা।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক এরফান হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সাইফ রহমান, অর্থ সম্পাদক মানিক আহমেদ, বন্ধু মোশারফ রাব্বি ও প্রাপ্তি ঘোষ।

সভাপতি, ভৈরব বন্ধুসভা