দামেরখণ্ড বধ্যভূ‌মি পরিষ্কার-পরিচ্ছন্ন করল মোংলা বন্ধুসভা

মোংলা বন্ধুসভার উদ্যোগে দামেরখণ্ড বধ্যভূ‌মি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমছবি: বন্ধুসভা

খুলনার মোংলা উপ‌জেলার দা‌মেরখণ্ড গ্রা‌মে অব‌স্থিত ‘দা‌মেরখণ্ড বধ্যভূ‌মি’। ১৯৭১ সালের মু‌ক্তিযু‌দ্ধে এখানে অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা। পরে শহীদদের স্মরণে স্থানটিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে বধ্যভূ‌মিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন মোংলা বন্ধুসভার বন্ধুরা। ২৭ অক্টোবর এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ কাজে বন্ধুদের সঙ্গে যোগ দেয় স্থানীয় এক‌টি প্রাথ‌মিক বিদ্যালয় ও মাধ্যমিক‌ বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরাও।

সভাপ‌তি, মোংলা বন্ধুসভা