বছরব্যাপী ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়

বরগুনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পরিচিতি সভা ও সাংগঠনিক বৈঠক করেছে বরগুনা বন্ধুসভা। ১০ জানুয়ারি বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা মনেপ্রাণে প্রথম আলো বন্ধুসভাকে ধারণ করি। বিগত দিনে সবাই যেভাবে মিলেমিশে কর্মসূচি পালন করেছেন, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে।’

সভাপতি খান নাঈম বলেন, ‘এ বছর আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর। আমাদের কারও কোনো কর্মে যেন সংগঠন প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। কারও কোনো মতামত ও পরামর্শ থাকলে সরাসরি জানাবেন।’

সভাপতি, বরগুনা বন্ধুসভা