বন্ধুসভার উদ্যোগে কিশোরগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ

কিশোরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে তালগাছের চারা রোপণছবি: বন্ধুসভা

তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। বিশেষ করে কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়ছে। তালগাছ উঁচু হওয়ায় বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে।

প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত, নদীভাঙন থেকে রক্ষাসহ পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে কিশোরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে তালগাছের চারা রোপণ করা হয়েছে। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কিশোরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে তালগাছের চারা রোপণ

২৫ অক্টোবর সকালে জেলা শহরের নরসুন্দা নদী পাড়সহ আশপাশে গাছগুলো রোপণ করা হয়। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে বন্ধুসভার পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। এ ছাড়া গুরুদয়াল কলেজের সামনে মুক্তমঞ্চে রোপণ করা শতাধিক গাছের পরিচর্যা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হোছেন আলমগীর, আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক নুসরাত জাহান, বন্ধু আশিক আকরাম, সাইফুল ইসলাম, ইসরাত জাহানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, কিশোরগঞ্জ বন্ধুসভা