ছিন্নমূল মানুষের মধ্যে আম বিতরণ

ঝিনাইদহ বন্ধুসভার ‘আম উৎসব’
ছবি: বন্ধুসভা

দেশে ফলের মৌসুম চলছে। আম, জাম, কাঁঠাল, লিচুর ঘ্রাণে মুখর চারপাশ। কিন্তু দরিদ্র ও ছিন্নমূল অসংখ্য মানুষ এই মৌসুমেও ফল খেতে পারছে না। তাদের জন্য আম উৎসবের আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা।

১ জুন ঝিনাইদহ শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ২৫ ছিন্নমূল শিশু, হতদরিদ্র ব্যক্তি ও রিকশাচালকদের মধ্যে ৮০ কেজি আম বিতরণ করেছেন বন্ধুরা। আম দিয়ে সহযোগিতা করেন উপদেষ্টা আনোয়ার ফিরোজ ও তাঁর প্রতিষ্ঠান ‘চাষীবাড়ি’।

৮০ কেজি আম বিতরণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু সুমাইয়া খাতুনের সঞ্চালনায় উৎসবে উপদেষ্টা আনোয়ার ফিরোজ বলেন, ‘চাষীবাড়ি অত্যন্ত ছোট্ট পরিসরে গ্রামীণ ও কৃষি পর্যটন নিয়ে কাজ করলেও সব সময় বন্ধুসভার কার্যক্রমে নানাভাবে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আম উৎসব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা শাহিনুর আলম, নাজমুল আলম, ইসহাক আলী, আলমগীর কবির, সাকিব মোহাম্মদ আল হাসান, সভাপতি আবু রেজা ইমরান। উৎসবের সমন্বয়ক ছিলেন প্রচার সম্পাদক সাজেদুর রহমান। সহায়তা করেন জিসান আহাম্মদ ও সরফরাজ ইউসুফ।