রাজবাড়ী বন্ধুসভার ঈদ পুনর্মিলনী
নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী করেছে রাজবাড়ী বন্ধুসভা। ২৪ এপ্রিল বিকেলে শহরের দুই নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। রচনা সান্যালের সঞ্চালনায় ঈদ নিয়ে অনুভূতি প্রকাশ করেন বন্ধুসভার উপদেষ্টা ডা. রহিম বক্শ, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক দীপক কুমার সরকার, রাজবাড়ী বন্ধুসভার সাবেক সভাপতি আবদুল হামিদ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী কুইন, বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা ও কবি নেহাল আহমেদ।
গান পরিবেশন করেন অধ্যাপক দীপক কুমার সরকার, আবদুল জব্বার, নাজমুল ইমাম, কুইন, ব্যাপ্তি ও প্রাপ্তি। তবলায় সহযোগিতা করেন বন্ধু সঞ্জীব ভৌমিক। কবিতা আবৃত্তি করেন ডা. রহিম বক্শ, গোলাম মোর্তজা সাগর, কবি নেহাল আহমেদ, কবি সাহিদা পারভীন, দীনা ও জারা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় বন্ধু কুইনকে রাজবাড়ী বন্ধুসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।