মানুষের আনন্দেই বন্ধুদের ঈদ

দেশ ও দেশের বাইরের বন্ধুসভাগুলো নিজেদের ঈদের কেনাকাটার বাঁচানো অর্থ এবং উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের কাছ থেকে প্রাপ্ত অনুদানে স্বেচ্ছাসেবায় ‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন করছে। ২ মার্চ এ কার্যক্রম শুরু হয়, চলবে চাঁদরাত পর্যন্ত। কর্মসূচিতে শিশুর জন্য নতুন জামা এবং তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী, মেহেদি উৎসব, বিশেষ চাহিদায় কাউকে কাউকে চিকিৎসাসহায়তা দেওয়া হচ্ছে।

নতুন জামা পেয়েছে সন্তান, তা দেখে খুশি অভিভাবকেরাও। রাজধানীর মিরপুর কালশীর বাউনিয়াবাঁধ সি ব্লকের আরবান স্কুলের মাঠে বন্ধুসভা জাতীয় পর্ষদের উদ্যোগে সহমর্মিতার ঈদছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর রেললাইনের পাশে খাসজমিতে বসবাস করেন কৃষিশ্রমিক মো. হাবিল (৫০)। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার নিতে সঙ্গে নিয়ে এসেছিলেন চার বছর বয়সী নাতনি রহিমা ও আট বছর বয়সী নাতি ইব্রাহীমকে। নতুন জামা পেয়ে নাতিদের মুখে হাসির ঝিলিক দেখে খুবই খুশি মো. হাবিল। তিনি বলেন, ‘অরঘে বাপ বহুদিন আগেই ছাইড়্যা চইল্যা গেছে। কুনুরকমে টাইন্যাটুইন্যা দিন আনি দিন খাই। তোমারঘে জামা দুইট্যা পাইয়া খুব খুশি হইয়াছি। তোমারঘে লাইগ্যা দুয়া করব।’

‘ছয় মাস হলো অসুক হয়া হামার মা মরি গেইচে। এখন হামাক দেখার কাইয়ো নাই। মোর বাপ অসুখে কাম করবের যায় না। নতুন জামা কোনা পায়া ভালো লাগচে। ঈদোত গাউত দিব্যার পামো।’ গাইবান্ধা বন্ধুসভার পক্ষ থেকে ঈদের নতুন জামা পেয়ে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের শিশু রুবি আক্তার (৮)।

এডাস্ট বন্ধুসভার দেওয়া নতুন জামা হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

রহিমা, ইব্রাহীম ও রুবি আক্তারের মতো সারা দেশে এমন অসংখ্য অসচ্ছল শিশু, কিশোর-কিশোরীকে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ঈদে নতুন জামা উপহার দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বন্ধুসভাগুলো। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ২ মার্চ এ কার্যক্রম শুরু হয়। নিজেদের ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে জমানো অর্থ, উপদেষ্টা ও পরিচিতজনদের কাছ থেকে প্রাপ্ত অনুদান এবং শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ স্বেচ্ছাসেবায় চাঁদরাত পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন বন্ধুরা। পোশাক উপহার দেওয়ার পাশাপাশি অসংখ্য নিম্ন আয়ের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রীও উপহার দিচ্ছেন বন্ধুরা।

এ বছর জাতীয় পর্ষদের উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুদানে গত রোববার প্রথম ধাপে রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ সি ব্লকের আরবান স্কুলের মাঠে দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক ও তাদের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ সময় শিশু ও অভিভাবকদের উদ্দেশে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘কয়েক বছর ধরেই রমজানে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এখানে আসি। বন্ধুসভায় আমরা স্বেচ্ছাশ্রমে মনের আনন্দে কাজ করি, আপনাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিই। আমাদের মতো সারা দেশের ১৪৪টি বন্ধুসভার সদস্যরাও অসংখ্য মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে আপনাদের জন্য উপহার দিই আমরা। আপনাদের আনন্দেই তো আমাদের ঈদ!’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি দুই শিশু
ছবি: বন্ধুসভা

গতকাল বুধবার দ্বিতীয় ধাপে রাজধানীর মোহাম্মদপুরে ছিন্নমূল শিশুদের একটি দিবাযত্ন কেন্দ্রে আরও প্রায় ১০০ শিশুকে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বন্ধুসভা জাতীয় পর্ষদ।

দুই ধাপে শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। নতুন পোশাক পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আট বছর বয়সী সবুজ বলে, ‘বন্ধুসভার জন্য অনেক বছর পর ঈদে নতুন জামা পাইলাম, আমি অনেক খুশি।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের গ্রামের স্বল্প আয়ের অনেকগুলো পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে পবিপ্রবি বন্ধুসভা। বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার পৌঁছে দেন বন্ধুরা। একইভাবে সিলেট জেলার খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার বিভিন্ন পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাও খাদ্যসামগ্রী উপহার দিয়েছে।

শিশুকে ঈদের নতুন জামা পরিয়ে দিচ্ছেন গাইবান্ধা বন্ধুসভার এক বন্ধু
ছবি: বন্ধুসভা

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দেওয়া ঈদ উপহার নিতে আসেন শারীরিক প্রতিবন্ধী ইদ্রিস মিয়া। অশ্রুসিক্ত চোখে বন্ধুদের বলেন, ‘প্রতিবছর ঈদের সময় এলেই মনটা কেমন ভার ভার লাগে। চারপাশে পড়শিদের ছেলেমেয়েরা ঈদে কত আনন্দ করবে, আর আমার ছেলেমেয়ে নতুন জামার অভাবে মনমরা হয়ে থাকবে।’ বন্ধুসভার বন্ধুদের উপহার পেয়ে ইদ্রিস মিয়ার মনের ভার দূর হয়ে যায়। তাঁর সন্তানের জন্য নতুন জামা ও পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

শিশুদের নতুন পোশাক ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দিয়েছে কক্সবাজার, রাউজান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভাও।

খুলনা বন্ধুসভার উপহার নিতে চার বছর বয়সী আশা এসেছিল বাবার সঙ্গে। বাবা দিনমজুর। সামান্য আয়ে চার সন্তান, স্ত্রী ও মায়ের সংসার চালাতে হয়। মা গৃহিণী। নতুন জামা দিয়ে কী করবে, জানতে চাইলে আশা মুচকি হাসি দিয়ে বলে, ‘ঈদের দিন গায় দ্যাবো।’ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা শিশুদের রঙিন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের হাত মেহেদির রঙে রাঙিয়ে দিয়েছে। তাদের খুশিতে উচ্ছ্বসিত ছিলেন বন্ধুরাও।

দিনাজপুর বন্ধুসভার উপহার দেওয়া নতুন জামা পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

এ ছাড়া এরই মধ্যে সহমর্মিতার ঈদ বাস্তবায়নে নতুন পোশাক ও খাবার উপহার দিয়েছে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, দিনাজপুর, সিলেট, বাগেরহাট, ঠাকুরগাঁও, গোয়ালন্দ, পটিয়া, সাভার, কুড়িগ্রাম, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, চট্টগ্রাম, মিরপুর, গোপালগঞ্জ, গাজীপুর, বরগুনা, নাটোর, ইস্টার্ন ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জ, নওগাঁসহ অসংখ্য বন্ধুসভা। কেউ কেউ কয়েক ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। অন্যান্য বন্ধুসভাও আগামী কয়েক দিনের মধ্যে কর্মসূচি বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত বছর সারা দেশে ৪ হাজার ৬৭২ শিশুকে নতুন জামা, ৫ হাজার ৫১৮টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ মোট ৩৭ লাখ ২৫ হাজার ৩২ টাকার উপহার ও সহায়তা প্রদান করেন বন্ধুসভার বন্ধুরা।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ