কুষ্টিয়ার কুমারখালী যদুবায়রা ইউনিয়নের চৌরঙ্গীর ভল্লবপুর গ্রামে ২০১৫ সালে একটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শিক্ষিকা ফাতিমা খাতুন। নিজের জমি ব্যবহার করে টিন দিয়ে ঘেরা দোচালা একটি ঘরে স্কুলটির পাঠদান পরিচালনা করেন। শিক্ষার্থীরা মেঝেতে বসে ক্লাস করে।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে স্কুলটি নিজেদের অর্থায়নে সংস্কার করে দিয়েছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৫ অক্টোবর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গ্রামটিতে গিয়ে বন্ধুরা শিক্ষার্থীদের বসার জন্য মাদুর, রিডিং টুল, হোয়াইট বোর্ড, মার্কার, ডাস্টার, একটি নতুন সাইনবোর্ড, বেলুন, বর্ণমালার ছবি, কাগজের তৈরি ফুল দিয়ে স্কুলটি সাজিয়ে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
স্কুলের একজন শিক্ষার্থী সিফাত হোসেন বলে, স্কুলটি সাজানো অনেক সুন্দর হয়েছে। সে এখন থেকে প্রতিদিন স্কুলে আসবে এবং বন্ধুদেরও সঙ্গে নিয়ে আসবে।
শিক্ষিকা ফাতিমা খাতুন বলেন, ‘কুষ্টিয়া বন্ধুসভা স্কুলটির জন্য এত আয়োজন করেছে যে এটি অনেক। শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে। স্কুলে যে শিক্ষা উপকরণের প্রয়োজন ছিল, তা উপহার দেওয়াতে তারা এখন পড়াশোনায় আগ্রহী হবে।’
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা