‘মানুষ ও কবিতা অবিচ্ছেদ। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে; কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে।’—হুমায়ুন আজাদ।
২৬ এপ্রিল বিকেলে জেলা শিশুপার্কে হুমায়ুন আজাদ রচিত ‘লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথ।
বইটির সারমর্ম আলোচনা করেন বন্ধু তানভীর ফয়সাল ও শাহরিয়ার শুভ। চর্যাপদের আবিষ্কার ও রবীন্দ্র যুগের ইতিহাস তুলে ধরেন বন্ধু ওলি উল্লাহ। বইটির অন্যান্য দিক তুলে ধরেন মো. রাফি ও সিয়াম খান।
প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন তানভীর ফয়সাল, ওলি উল্লাহ ও সাহরিয়া পাপন।
সবশেষে সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিকের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এম কে আমিন, বন্ধু আমিনুল আমিন, সৈয়দ হান্নানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা