বৃক্ষ রোপণ করল কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা

গাছের চারা হাতে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ৩০ জুলাই কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেন বন্ধুরা।

কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের ফলে সারা বিশ্বে জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে। আমাদের সবার উচিত বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা করা।’ এ সময় বন্ধুসভার এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বন্ধুদের সঙ্গে গাছের চারা রোপণ করেছেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষকরাও
ছবি: বন্ধুসভা

সেখানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান জেবুন্নেছা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানুর আক্তার, বাংলা বিভাগের রোমেনা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের জমির হোছাইন, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মারুফ রশিদ, সহসভাপতি শফিকুল ইসলাম, নাঈমা জান্নাত, সাধারণ সম্পাদক আকাশ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন হাসনাত, সহসাংগঠনিক সম্পাদক বাঁধন সরকার, অর্থ সম্পাদক নওরিন মোস্তারিন, দপ্তর সম্পাদক সাজিয়া আফরিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আসিফ শাওয়াল, সাংস্কৃতিক সম্পাদক রাসেল তালুকদার, জেন্ডার–সমতা সম্পাদক রোকশানা আক্তারসহ অন্য বন্ধুরা।

সাবেক সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা