বিতর্ক করার জন্য সাহস ও বুদ্ধির প্রয়োজন

বন্ধুসভার অনলাইন বিতর্ক কর্মশালাছবি: সংগৃহীত

‘জীবনে বিতর্কচর্চা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কোথায় বিতর্ক করতে হবে, সেটি জানাও সমান গুরুত্বপূর্ণ।’ ২২ মার্চ বন্ধুসভার অনলাইন বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। মাসব্যাপী এই কর্মশালার শেষ ক্লাসের বিষয় ছিল চ্যালেঞ্জ বিতর্ক নিয়ে। সেই রেশ টেনে আনিসুল হক বলেন, ‘চ্যালেঞ্জ করার জন্য সাহস ও বুদ্ধির প্রয়োজন হয়। কোথায়, কখন, কীভাবে চ্যালেঞ্জ করবে, তা অনুধাবন করা জরুরি। প্রথম আলো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, প্রশ্ন করতে উৎসাহ যোগায়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিতর্ক পছন্দ করেন। তাই বন্ধুসভাকে ধন্যবাদ, এই চমৎকার আয়োজন করার জন্য।’

১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মশালায় দেশ ও দেশের বাইরে থেকে প্রশিক্ষক ও বিতর্কপ্রেমীরা অংশ নেন। ২২ মার্চ সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘এবারের আয়োজন ছিল নবীনদের জন্য। সামনে আরও উচ্চতর বিতর্ক কর্মশালার আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবছি।’

প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে বন্ধুসভার সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, বিতর্ক মানেই হচ্ছে পড়ালেখা করতে হয়। শিক্ষার্থীরা সারা দিন ক্লাস করে রাতে আবার এই বিতর্কের ক্লাসে যুক্ত হয়ে ধৈর্যসহ শোনা সহজ নয়। এই কঠিন কাজ করার জন্য বন্ধুদের ধন্যবাদ।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন নির্বাহী সভাপতি মৌসুমী মৌ এবং কর্মশালার সমন্বয়ক সাইফুল ইসলাম খান। কর্মশালায় মোট ৯টি বিষয়ে ১০ জন প্রশিক্ষক শিক্ষার্থীদের বিতর্কের নানা দিক নিয়ে বিস্তারিত ধারণা দেন। এর মধ্যে ১ মার্চ ‘বিতর্ক কী, কেন এবং বিতর্কের ধরন’ বিষয়ে যৌথভাবে ক্লাস নেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি সাইমুম বৃষ্টি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহসভাপতি সাইফুল ইসলাম খান।

৪ মার্চ ‘সনাতনী বিতর্ক’ বিষয়ে প্রশিক্ষণ দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আহমেদ চৌধুরী। ৭ মার্চ ‘বারোয়ারি বিতর্ক ও উপস্থিত বক্তৃতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি উত্তম রায়। ১০ মার্চ ‘সংসদীয় বিতর্ক’ বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি বুলবুল হাসান।

১২ মার্চ ‘বিষয় বিশ্লেষণ, যুক্তি গঠন ও খণ্ডন’ বিষয়ে ক্লাস নেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আসাদ আজিম। ১৫ মার্চ ‘বিতর্কে উপস্থাপনা’ বিষয়ে দিকনির্দেশনা দেন টেলিভিশন উপস্থাপক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার। ১৭ মার্চ ‘বিতর্কে তত্ত্বের ব্যবহার’ বিষয়ে ক্লাস নেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সহসভাপতি জাফর সাদিক। ২০ মার্চ ‘বিতর্কে রসবোধ ও সাহিত্যের ব্যবহার’ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক রাজীব সরকার এবং সমাপনী দিনে ২২ মার্চ ‘চ্যালেঞ্জ বিতর্ক কী? কীভাবে করে?’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক জুনায়েদ মুফরাত মৌসুম।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, মিরসরাই কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ অন্তত ৫৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিতর্কবিষয়ক সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ