প্রিয় ফুলেরা আঁকল বাংলাদেশের ছবি

মিরপুর-২ নম্বরের রূপনগর আবাসিক এলাকার ঊষা শিক্ষা নিকেতন স্কুল রোডে শিশুদের নিয়ে মিরপুর বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

১৭ মার্চ, সকাল ১০টা। ছুটির দিন, তার ওপর রমজান মাস। রাজধানীর মিরপুর-২ নম্বরের রূপনগর আবাসিক এলাকার ঊষা শিক্ষা নিকেতন স্কুল রোড তখন সম্পূর্ণ ফাঁকা, মানুষের আনাগোনা নেই বললেই চলে। এমন সময় দেখা যায়, সড়কটিতে বিছানা পেতে একদল শিশু বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন করতে ব্যস্ত। কেউ এঁকেছে জাতীয় স্মৃতিসৌধ, কেউবা জাতীয় পতাকা। আবার অনেকে গ্রাম, নদী, মাছ, পশুপাখি ও সবুজ-শ্যামল বাংলাদেশের প্রকৃতি আঁকে।

জাতীয় শিশু দিবস উপলক্ষে মিরপুর বন্ধুসভার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় এ সব শিশু। তারা সবাই সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল প্রিয়ফুল শিক্ষালয়ের শিক্ষার্থী।

এর আগে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করে সবাই। এরপর শুরু হয় প্রতিযোগিতা। দুটি গ্রুপে স্কুলের ৩৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। কদম ও শাপলা—এই দুই গ্রুপে মোট আটজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সমাজসেবক আলমগীর কবির, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল আমিন, ঊষা শিক্ষা নিকেতনের অধ‍্যক্ষ রুবেল হোসেন ও পরিচালক মাহমুদুল হাসান।

আলমগীর কবির বলেন, ‘মিরপুর বন্ধুসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আয়োজনে শামিল হতে পেরে ভালো লাগছে। এভাবেই ভালো কাজের মাধ্যমে বন্ধুসভা এগিয়ে যাক।’ নুরুল আমিন বলেন, ‘এমন আয়োজন আমাদের শিশুদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

ঊষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ রুবেল হোসেন বলেন, ‘শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আলো ছড়াবে দেশ ও সমাজে। শিশুদের সুন্দরভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য। মিরপুর বন্ধুসভা কাজটির মাধ্যমে শিশুদের প্রতিভা বিকশিত করার সুযোগ করে দিয়েছে।’

সভাপতি, মিরপুর বন্ধুসভা