বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার গাছের চারা বিতরণছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ স্লোগানে সারা দেশে চলছে বন্ধুসভার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। কমলা, জলপাই, পেয়ারা, কাঁঠাল, চালতা, কৃষ্ণচূড়া, মহুয়া, কাঞ্চন ফুল, দেবদারুসহ বিভিন্ন ধরনের ২৯০টি গাছের চারা বিতরণের পাশাপাশি ৩০টি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বন্ধুরা সকাল আটটায় বৃষ্টি উপেক্ষা করে প্রথম আলো কার্যালয়ের সামনে একত্র হন। এরপর সেখান থেকে সবাই বন বিভাগে গিয়ে গাছ সংগ্রহ করে রওনা দেন চাঁপাইনবাবগঞ্জ শহর থেকেও প্রায় ১৪ কিলোমিটার দূরের বাবুডাইং আলোর পাঠশালার উদ্দেশে। পৌঁছে দেখা যায়, ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয়েছে শিক্ষার্থীরা। শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষা বিষয়ে কথা বলেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম ও প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

চারা বিতরণ শেষে আলোর পাঠশালা সড়ক ও প্রাঙ্গণে ফুল, ফল ও ভেষজ চারা রোপণ করেন বন্ধুরা। গাছগুলো খাঁচা দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি বন্ধুসভার ট্যাগও লাগিয়ে দেওয়া হয়।
বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘আজ দ্বিতীয়বার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করছেন বন্ধুসভার বন্ধুরা। এর আগেও এ সড়কের এক কিলোমিটার অংশের দুই পাশে গাছ লাগানো হয়েছিল। সেগুলো এখন বড় হয়ে ছায়া দেয়। কৃষ্ণচূড়া, সোনালু ও কদমগাছগুলোয় যখন ফুল ফোটে, তখন দেখে চোখ জুড়িয়ে যায়। সড়কের যে অংশের গাছগুলো মরে গেছে, সে জায়গাগুলোয় আজ গাছ রোপণ করা হলো। আশা করি, এ গাছগুলোও বড় হয়ে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।’
শেষে পরিবেশ রক্ষার বিষয়ে কথা বলেন প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের দেশপ্রেমের অংশ। প্রতিবছরই বৃক্ষরোপণে বন্ধুসভার সদস্যদের অংশ নেওয়া জরুরি।’ এ বিষয়ে আরও কথা বলেন বাবুডাইং আলোর পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, নাজিফা আনজুম, ফাতিমা খাতুন, রামিজ আহমেদ, মো. মাহমুদ, মো. নাফিউল, সাকিব হাসান, মো. মুশফিক ও মো. জুবায়ের। সার্বিক সহযোগিতা করেন আলোর পাঠশালার সহকারী শিক্ষক সুদর্শন পাল।
জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক