দাবদাহে শ্রমজীবী মানুষের পাশে ঠাকুরগাঁও বন্ধুসভা

পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শ্রমজীবী মানুষের মধ্যে ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঠাকুরগাঁওয়ে গত কয়েক দিনের অসহনীয় গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদ আর অসহ্য গরমে সীমাহীন দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরমের মধ্যে কেউ মাথায় ছাতা ধরে পথ চলছেন, কেউ আবার প্রখর রোদের মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন। বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।

এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে শ্রমজীবী মানুষের মধ্যে ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। ২২ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তা, পুরাতন বাসষ্ট্যান্ড, আদালত চত্বর এলাকায় ১৯২ জন শ্রমজীবী ও পথচারীর মধ্যে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুরা নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে বিতরণের জন্য এসব পণ্য কেনেন। পানি পেয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক আবদুল আউয়াল (৫৮) বলেন, ‘গরম আর ঘামে শরীরটা কাহিল হয়ে গেছিল। ঠান্ডা পানি আর বিস্কুট পেয়ে আবার শক্তি ফিরে পাইলাম।’

কেউ কেউ বন্ধুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন
ছবি: বন্ধুসভা

ভ্যানচালক সাধন রায় (৪৯) বলেন, ‘এই গরমে মাল ওঠানামা করা খুবই কষ্টের। অল্পতেই হাঁপিয়ে যাই। সারা দিনই পানি খেতে হয়। পানি আর স্যালাইনের সঙ্গে কিছু খাবার পেয়ে উপকার হইল।’

এদিকে এই গরমে বন্ধুসভার বন্ধুদের হাত থেকে পানি পেয়ে গলা ভিজিয়ে নেন আলেয়া বেগম এবং বন্ধুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন।

ঠাকুরগাঁও বন্ধুসভার অর্থ সম্পাদক নুসরাত রিম বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত। এখন সারা দেশে দাবদাহ চলছে। এই আবহাওয়ায় খেটে খাওয়া মানুষেরা বেশ কষ্টে আছেন। তাঁদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সুযোগ পেলে এ উদ্যোগ আরও বড় আকারে করতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সৈয়দ শিহাব, আসাদুজ্জামান সিয়াম, নুসরাত রিম, শফিউর রহমান, এম এফ নুর, নাসির উদ্দীন, নজরুল ইসলাম, রাদ শাহামাদ, মোস্তাকিম ইসলামসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা