সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব

শিশুশিক্ষার্থীদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ঘাসফুল বিদ্যালয়’ নামের সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব করেছে পবিপ্রবি বন্ধুসভা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে ২ নভেম্বর এ কর্মসূচি করে তারা।

আয়োজনটি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। চিত্রাঙ্কনের মূল বিষয় ছিল একটি ভালো কাজ। তারপর সাধারণ জ্ঞান ও গণিত অলিম্পিয়াড এবং প্রথম আলোর পত্রিকা পাঠ অনুষ্ঠিত হয়। প্রথম আলোর পত্রিকা পাঠের উদ্দেশ্য হলো, শিশুশিক্ষার্থীদের প্রথম আলোর খবরের সঙ্গে পরিচয় করানো এবং খবর পড়ার অভ্যাস তৈরি করা। সাধারণ জ্ঞান থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে শিক্ষার্থীদের মধ্যে পেনসিল, রবার, খাতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন পবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সামাদ নকিব, সাংগঠনিক সম্পাদক শাফিন রহমান, বন্ধু ফারদিন রহমান, আতিক রাহাত, ফারাহ তৃণ, দর্পণ কুমার, সাইমা হাসানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা