প্রতুল মুখোপাধ্যায় স্মরণসভা

প্রতুল মুখোপাধ্যায় (২৫ জুন ১৯৪২-১৫ ফেব্রুয়ারি ২০২৫)ছবি: প্রথম আলো

দুই বাংলার জনপ্রিয় ও কিংবদন্তি গণসংগীতশিল্পী, সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের সংগীত ও জীবনদর্শনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি অনলাইনে এক স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। তিনি প্রতুল মুখোপাধ্যায়ের সংগীত ও দর্শনের গভীরে গিয়ে তাঁর সমাজ পরিবর্তনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মঈনুল ইসলাম শাওন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে প্রতুল মুখোপাধ্যায় স্মরণসভা

এই মহান শিল্পীর সৃষ্টিগুলো কীভাবে সময়ের সীমানা পেরিয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তা নিয়ে বিস্তর আলোচনা করেন তাঁরা। তাঁরা বলেন, প্রতুল মুখোপাধ্যায় ছিলেন গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর গান শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃপ্ত ঘোষণা বহন করেছিল।

প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা