বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলেন পবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা

পটুয়াখালীতে বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিয়েছেন পবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন দিন হলো ঈদ। মাহে রমজানের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের নতুন চাঁদ প্রত্যেক মুসলমানের হৃদয়ে বয়ে আনে নির্মল আনন্দের বার্তা। এই আনন্দবার্তা সবার কাছে পৌঁছালেও দরিদ্র মানুষেরা বরাবরের মতোই বঞ্চিত হন। ঈদের দিন তাঁদের কাছে অন্য সব দিনের মতোই। জীবনসংগ্রামের কাছে সেই আনন্দ মলিন হয়ে যায়।

এই মানুষগুলোর ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উদ্যোগ নেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বন্ধুসভার বন্ধুরা। এ উপলক্ষে গত ২৪ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ডাল, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ, রসুন ও আলু।

পবিপ্রবি বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পবিপ্রবি বন্ধুসভার সভাপতি আতিক রাহাত, সাধারণ সম্পাদক ফারদ্বীন এহসান, সহসভাপতি ফারিয়া তাসনিমসহ অন্য বন্ধুরা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ কাজ করেন।

সাধারণ সম্পাদক ফারদ্বীন এহসান বলেন, ‘সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট অনুধাবন করার মোক্ষম সময় হচ্ছে মাহে রমজান। এতেই রয়েছে প্রকৃত ঈদ আনন্দ। পবিপ্রবি বন্ধুসভার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

সহসভাপতি ফারিয়া তাসনিম বলেন, প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা মনেপ্রাণে বিশ্বাস করেন, “সহমর্মিতার ঈদ” এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে আমজনতার মধ্যে ভ্রাতৃত্ববোধের বিস্তার ঘটানো সম্ভব। তাই প্রতিবছরের মতো এবারও পবিপ্রবি বন্ধুসভা নিজেদের সাধ্যমতো এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।

সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা