কাতার বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ
কাতারে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে কাতার বন্ধুসভা। ১১ ফেব্রুয়ারি রাজধানী দোহার স্থানীয় একটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতা করেন। উপভোগ করতে বন্ধুসভার সদস্য ও প্রবাসী বাংলাদেশি দর্শকেরা মাঠে উপস্থিত হন। তাঁরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শুরুর আগে কাতার বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমেদ সবাইকে জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
সভাপতি বুরহান উদ্দিন বলেন, ‘প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও আমরা চাই ক্রীড়ার মাধ্যমে নিজেদের সুস্থ ও প্রাণবন্ত রাখতে। এ আয়োজন শুধু খেলা নয়, এটি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ।’
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, মোহাম্মদ রিফাত, সাংগঠনিক সম্পাদক সত্য রায়, সহসাংগঠনিক সম্পাদক ইবরাহিম মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সাজিদ, প্রশিক্ষণ সম্পাদক নাহিদ ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য সাকিব আহমেদ, বন্ধু গিয়াস উদ্দিন, সি এম হাসান, মো. আশরাফুল, জাহির হাসানসহ অন্য বন্ধুরা।
প্রশিক্ষণ সম্পাদক, কাতার বন্ধুসভা