বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার বন্ধুদের

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডাস্ট বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর প্রথম সাংগঠনিক বৈঠক করেছে এডাস্ট বন্ধুসভা। ৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই নতুন সভাপতি অংকন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পূর্ণিমা রানী দাস ও অর্থ সম্পাদক কামরুন নাহারের হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বন্ধুরা।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান নূর নবী রাজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সারোয়ার হোসেন ইসলাম, অ্যাগ্রিবিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুন্নি দাস, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কেয়া বোস এবং একই বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডাস্ট বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা নূর নবী রাজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নতুনদের উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে বন্ধুসভা আরও অসাধারণ কার্যক্রম উপহার দেবে। তোমাদের এই যাত্রায় আমরা সব সময় পাশে থাকব এবং সর্বোতভাবে সহযোগিতা করব।’

সাবেক সভাপতি মাসুদ রানা ও সানজিদা আক্তার নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং বন্ধুসভার কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত বন্ধুরা ও উপদেষ্টাদের পরামর্শে একটি বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়।

প্রচার সম্পাদক, এডাস্ট বন্ধুসভা