নোয়াখালী বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠকের পূর্বে বন্যার্তদের জন্য উপহারসামগ্রী হস্তান্তরের সময় নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরাছবি: বন্ধুসভা

সমুদ্রের লঘুচাপের কারণে অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে বৃহত্তর নোয়াখালীসহ, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার অধিকাংশ এলাকা। এ অবস্থায় বন্ধুরা যাঁর যাঁর অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় ব্যক্তিপর্যায়ে ও বন্ধুসভার পক্ষ থেকে এগিয়ে এসেছেন। কাজ করছেন বিভিন্ন দুর্গম এলাকায়।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ, নোয়াখালী বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্টের যৌথ সহায়তায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন বন্ধুরা। তারই অংশ হিসেবে জাতীয় পর্ষদ ২৪ আগস্ট দিবাগত রাত প্রায় দুইটায় ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালী পৌঁছায়। সেখানে নোয়াখালী বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়।

বৈঠক সঞ্চালনা করেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। তিনি প্রথমে বন্ধুদের পরিচয় জেনে নেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট সহকারী তাহসিন আহমেদ, ঢাকা মহানগর বন্ধুসভার অনীক সরকার, মেঘা খেতান, মীর মোশারফ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের শেখ মামুন, নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন, অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, দপ্তর সম্পাদক ধ্রুব ভুঁইয়া, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাব, বন্ধু অর্ঘ্য ভুঁইয়া, সাজিদ হোসেনসহ অন্য বন্ধুরা।

জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভা সব সময় ভালোর সাথে, আলোর পথে। সমাজ ও রাষ্ট্রের স্বার্থে যেকোনো প্রয়োজনে কাজ করতে সদাপ্রস্তুত। বন্যাকবলিত এলাকায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার উদ্দেশ্য ও কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করে—এমন যেকোনো কাজ আপনারা এড়িয়ে যাবেন। কেউ করতে গেলেও বাধা দেবেন।’

নোয়াখালী বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

মৌসুমী মৌ বলেন, ‘নোয়াখালী বন্ধুসভা বরাবরই ভালো ভালো কাজ উপহার দিয়ে আসছে। এই দুর্যোগকালে আপনারা সম্মুখে থেকে কাজ করছেন, যা খুব প্রশংসনীয়। তবে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।’

নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অভিহিত করে বলেন, ‘নোয়াখালী বন্ধুসভা সব সময় ভালো ভালো কাজ করে যাচ্ছে। জাতীয় পর্ষদের দিকনির্দেশনা আমাদের জন্য বরাবরই বেশ কার্যকর।’ এ ছাড়া তিনি বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের উৎসাহ-উদ্দীপনার কথা ব্যক্ত করেন।

সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা শেষে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিন জাতীয় পর্ষদের উদ্যোগে বন্যার্ত ১৫০টি পরিবারের জন্য নোয়াখালীতে ত্রাণসহায়তা দেওয়া হয়। সাংগঠনিক বৈঠকের আগে এগুলো নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের কাছে হস্তান্তর করেন জাতীয় পর্ষদের সদস্যরা।

সহসাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা